বাংলার বিবেক ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলের পুরাতন বাজারে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ তোলা হয়েছে।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে বাজারে চৌকির ওপর মাছটি রেখে বিক্রির জন্য হাঁকডাক করতে থাকেন মাছ ব্যবসায়ীরা।
মাছটির দাম হাঁকা হয় এক লাখ টাকা। তবে এক লাখ টাকা চাইলেও মাছটির দাম ওঠে ৬০ হাজার টাকা।
বাজারে গিয়ে দেখা যায়, মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। কেউ কেউ মাছটির সামনে গিয়ে সেলফিও তোলেন।
মাছ বিক্রেতা মোস্তুফা ও সুজন জানান, তারা বিক্রির উদ্দেশে নান্দাইল চৌরাস্তা মৎস্য আড়ত থেকে মাছটি কিনে এনেছেন। বাজারে আনার পর মাছটির দাম উঠেছে ৬০ হাজার টাকা। তবে মাছটি কেটে কেজি হিসেবে বিক্রির জন্য চাপ দিচ্ছেন অনেকেই।
ক্রেতা পাওয়া না গেলে বিকল্প উপায় বের করবেন বলে জানান বিক্রেতারা।
বাংলার বিবেক ডট কম – ১ ডিসেম্বর, ২০২০
Leave a Reply