কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরের হালসায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া খবরে হালসার দরগার মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক হালসা গ্রামের ভাদু আলীর ছেলে মো. সোলেমান (১৮)।
স্থানীয় ওয়ার্ড সদস্য আবদুল হামিদ জানান, সোলেমান কৃষিকাজ করতেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানাতে পারেননি এলাকাবাসী।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, হালসা দরগার মাঠ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতের কোনো একসময় ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।
বাংলার বিবেক ডট কম – ২২ ডিসেম্বর, ২০২০
Leave a Reply