স্পোর্টস ডেস্ক : আগামী ২৬ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা দল। সিরিজ উপলক্ষে পাকিস্তানের করাচিতে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ও স্টাফরা।
শনিবার ফেস মাস্ক পরে প্লেন থেকে করাচি বিমানবন্দরে অবতরণ করে প্রোটিয়া দল। টেস্ট সিরিজ শুরুর আগে সফরকারী দলটিকে করাচিতেই কোয়ারেন্টিনে থাকতে হবে।
১৪ বছরে এই প্রথম পাকিস্তান সফরে গেল প্রোটিয়ারা। সর্বশেষ ২০০৭ সালের সফরে ২ টেস্ট ও ৫ ওয়ানডের সিরিজ খেলেছিল দলটি। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর, শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকা মাত্র তৃতীয় টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তান সফরে গেছে।
বাংলার বিবেক ডট কম – ১৬ জানুয়ারি, ২০২১
Leave a Reply