পাবনা: পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন ফেলা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা-টেবুনিয়া সড়কের রেলবাজারস্থ মোহাম্মদপুর কওমি মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামের মৃত ওয়াজউদ্দিন সরকারের ছেলে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রেলস্টেশন এলাকা থেকে ওই সড়ক ধরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন। পথিমধ্যে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামে অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার হোসেন ফেলা। এ সময় আরও তিনজন আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগ দিলে বা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলার বিবেক ডট কম – ১৭ জানুয়ারি, ২০২১
Leave a Reply