কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ জাবেদ (২০) নামের একজন নিহত হয়েছেন। ২৬ জানুয়ারি, সোমবার দিবাগত রাতে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান। তিনি জানান, উখিয়ার ১৯ নম্বর শিবিরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। অস্ত্রধারীদের ধরতে আমাদের অভিযান চলছে।
এ ছাড়া মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।
বাংলার বিবেক ডট কম – ২৬ জানুয়ারি, ২০২১
Leave a Reply