নিখোঁজ ব্যক্তির নাম: অসিফ মোস্তফা শাকিল, পিতা: মৃত: হাজ্বি মো. আবুল হোসেন, সাং- আহম্মদপুর, (বোসপাড়া), থানা: বোয়ালিয়া, মহানগর, রাজশাহী।
গত ইং ২৮/০১/২০২১ তারিখ রাত ৮ ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
নিখোঁজ ব্যক্তির মুখে বড় দাড়ি আছে। গায়ের রং শ্যামলা। উচ্চতা ৬ ফুট। সে একজন নিয়মিত নামাজি। পরনে ইসলামি পোশাক পরিহিত অবস্থায় আছে।
তার পরিবারের সদস্যরা জানায়, শাকিল দির্ঘদিন ধরে মানুষিক রোগে ভুগছে। গত প্রায় ৬ বছর যাবত তার মানুষিক চিকিৎসা চলছে।
তার পরিবার থেকে এই মধ্যে বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যাহার নম্বর- ১৪১২। তাং- ৩০-০১-২০২১।
যোগাযোগ: মোবাইল নং-০১৭৪৩-৭৭২৫৪৯।
বাংলার বিবেক ডট কম – ৩১ জানুয়ারি, ২০২১
Leave a Reply