1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :
শিরোনাম :
দিব্যা-আলিয়ার বাগ্‌যুদ্ধ! ভূষণের ‘অ্যানিম্যাল পার্ক’ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন রণবীর কপূর? ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে: মাসুদ সাঈদী বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শুরু চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : বিশ্বব্যাংক সিন্ডিকেটের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে সরকার সব পর্যায়ে ডিমের দাম নির্ধারণ, কাল থেকেই কার্যকর রাজশাহীতে পুলিশ ও সেনাবাহিনী অভিযানে পিস্তল-গুলি উদ্ধার রাজশাহী শিক্ষাবোর্ডে জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এইচএসসির ফল:শীর্ষে রয়েছে সিলেট, দ্বিতীয় বরিশাল, রাজশাহী তৃতীয় সর্বনিম্ন পাসের হার ময়মনসিংহ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানকে অবশেষে অপসারণ
শিরোনাম :
দিব্যা-আলিয়ার বাগ্‌যুদ্ধ! ভূষণের ‘অ্যানিম্যাল পার্ক’ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন রণবীর কপূর? ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে: মাসুদ সাঈদী বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শুরু চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : বিশ্বব্যাংক সিন্ডিকেটের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে সরকার সব পর্যায়ে ডিমের দাম নির্ধারণ, কাল থেকেই কার্যকর রাজশাহীতে পুলিশ ও সেনাবাহিনী অভিযানে পিস্তল-গুলি উদ্ধার রাজশাহী শিক্ষাবোর্ডে জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এইচএসসির ফল:শীর্ষে রয়েছে সিলেট, দ্বিতীয় বরিশাল, রাজশাহী তৃতীয় সর্বনিম্ন পাসের হার ময়মনসিংহ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানকে অবশেষে অপসারণ

অটোপাসে রাজশাহীর চারগুণ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন

  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ২৬১ বার

রাজশাহী: অটোপাস এইচএসসির ফলাফলে গতবছরের তুলনায় রাজশাহী শিক্ষাবোর্ডের প্রায় চারগুণ বেশি সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ জন। রাজশাহী শিক্ষাবোর্ডে অতীতে আর কখনও এত সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ কারণে অটোপাস। শিক্ষার্থীদের এসএসসি ও জেএসসির ফল বিশ্লেষণ করে এইচএসসি’র ফল প্রস্তুত করা হয়েছে। আর এতেই এসেছে রেকর্ড সংখ্যক জিপিএ-৫।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলে এবার রাজশাহী শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১২ হাজার ৫৬৫ ছাত্র আর ১৪ হাজার ৩ জন ছাত্রী। ফলে ছয় বছর পর ছেলেদের টপকে এ বছর বেশিসংখ্যক ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

গতবার (২০১৯) জিপিএ-৫ পেয়েছিল মোট ৬ হাজার ৭২৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৩ হাজার ৫৪১ জন আর ছাত্রী ৩ হাজার ১৮৮ জন। ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ২৩৪ জন ছাত্র এবং ১ হাজার ৯০৪ জন ছাত্রী। ২০১৭ সালে ২ হাজার ৯৩৯ জন ছাত্র এবং ছাত্রী ২ হাজার ৩৫৫ জন, ২০১৬ সালে ৩ হাজার ৫৮০ জন ছাত্র ও ২ হাজার ৪৯৩ জন ছাত্রী, ২০১৫ সালে ছাত্র ২ হাজার ৮৬৫ জন ও ছাত্রী ২ হাজার ৩৮৫ জন এবং ২০১৪ সালে ৩ হাজার ৯৮৩ জন ছাত্র ও ৩ হাজার ৬৫৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী- ছয় বছর পর জিপিএ-৫ পাওয়ায় শীর্ষে উঠে আসলো মেয়েরা।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭৫৬টি কলেজের নিবন্ধিত শিক্ষার্থীদের সবাই পাস করেছেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ জন। পাসের হার শতভাগ। গতবছর পাসের হার ছিল ৭৬ দশমিক ৩৮ শতাংশ।

রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে এবার উত্তীর্ণ মোট ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ১২৯ জন ছাত্র এবং ৬৯ হাজার ৮৪৭ জন ছাত্রী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ৫৬৫ জন ছাত্র এবং ১৪ হাজার ৩ জন ছাত্রী।

বিজ্ঞান শাখায় এবার পরীক্ষার্থী ছিল ৩৯ হাজার ৯৭ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১৭ হাজার ৪৮৫ জন এবং ছাত্র ২১ হাজার ৬১২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ৭২১ জন। যাদের মধ্যে ছাত্র ১০ হাজার ৯০ জন এবং ছাত্রী ৯ হাজার ৬৩১ জন।

মানবিক শাখায় পরীক্ষার্থী ছিল ৯১ হাজার ৭৬৩ জন। এদের মধ্যে ছাত্রী ৪৬ হাজার ১২৭ এবং ছাত্রের সংখ্যা ৪৫ হাজার ৬৩৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৪৫২ জন। যাদের মধ্যে ছাত্র ১ হাজার ৭৯১ জন এবং ছাত্রী ৩ হাজার ৬৬১ জন।

ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ১১৬ জন। যাদের মধ্যে ছাত্র ১২ হাজার ৮৮১ জন এবং ছাত্রী ৬ হাজার ২৩৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৯৫ জন। এদের মধ্যে ছাত্র ৬৮৪ জন এবং ছাত্রী ৭১১ জন।

এবছর রাজশাহী বোর্ডে ৭৫৬টি কলেজ থেকে ফরম পূরণ করে শিক্ষার্থীরা। এর আগের বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া কলেজের সংখ্যা ছিল ৭৫৮টি। এর মধ্যে শতভাগ পাশ করা কলেজের সংখ্যা ছিল ৩৪টি। একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন কলেজের সংখ্যা ছিল ৭টি।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, করোনা পরিস্থিতির কারণে এবার পরীক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের তুলনামূলক বিশ্লেষণ করে উচ্চ মাধ্যমিকের ফল প্রস্তুত করা হয়েছে। এর জন্য আলাদা একটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। সফটওয়্যার যে ফলাফল দিয়েছে সেটিই প্রকাশ করা হয়েছে। দ্রুতই সনদপত্র ও নম্বরপত্র সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

বাংলার বিবেক ডট কম – ৩১ জানুয়ারি, ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme