ঈশ্বরদী : ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের সেলিম মোল্লা (৪৫) নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক সেলিম মোল্লা (৪৫) বিদ্যুৎ কেন্দ্রের নিকিমথ কোম্পানিতে কর্মরত ছিলেন। তার পিতার নাম মৃত নুর আলী মোল্লা।
সূত্র জানায়, বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় সেলিম মোল্লা নিকিমথ কোম্পানির ৪ নম্বর ব্লকে কাজ করছিলেন। এসময় হঠাৎ নির্মাণ কাজে ব্যবহৃত রিগ্যাল (লোহার মই) সটকে এসে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সেলিম মোল্লার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে নিহত শ্রমিক সেলিম মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলার বিবেক ডট কম – ০৪ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply