নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় জলকুয়াতে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎিসাধীন আছে। গত রবিবার উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের আনন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে।
এঘটনায় নাজমার ভাই রুস্তুম আলী গতকাল সিংড়া থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছে।
আহত অন্য ৪জন হলেন আবেদ আলী (৬৩), আবু বক্কর সিদ্দিকী(৫০),রুস্তুম আলী (৪৫) ও হাওয়া বিবি (৪৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
মামলার এজাহার ও স্থানীয় সুত্রে জানা যায়,আনন্দনগর গ্রামের মৃত খয়ের আলীর মেয়ে মোছাঃ নাজমা বেগম(৫০) পৈত্রিক সুত্রে পাওয়া ৪৯ শতাংশের একটি জলকুয়া দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল। গত রবিবার জলকুয়াটির পানি সেচ দিয়ে মাছ ধরতে গেলে একই গ্রামের মৃত শুকলালের ছেলে আজাদ আলী মালিকানা দাবি করে জলকুয়াটির মাছ ধরতে বাধা দেয়। নাজমার পক্ষের লোকজন বাধা উপেক্ষা করে মাছ ধরা শুরু করলে আজাদ আলীর পক্ষের দেশীয় অস্ত্রে সজ্জিত ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল হামলা করে। হামলায় নাজমা সহ তার পরিবারের ৫জন আহত হন।
সিংড়া থানা অফিসার ইনর্চাজ নুর-এ আলম সিদ্দিকী জানান,মামলার তদন্ত সাপক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলার বিবেক ডট কম – ৬ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply