আন্তর্জাতিক ডেস্ক : ইরানে করোনাভাইরাসের টিকাকরণ শুরু করা হচ্ছে । এমন কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
তিনি শনিবার করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে জানিয়েছে, কারা কারা আগে টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে সেই মতো তার একটি তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় তৈরি করেছে। ওই তালিকা অনুসারে টিকাকরণ করা হবে।
রুহানি আরও জানিয়েছেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে প্রথম পদক্ষেপ হল প্রতিরোধ। এবার পারস্পরিক সহযোগিতায় করোনা মোকাবেলা করতে পারা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তাছাড়া আরেকটি উপায় হল ভ্যাকসিন । সাধারণ নিয়মে টিকার জন্য এক থেকে দুই বছর অপেক্ষা করতে হয়। কিন্তু যেহেতু করোনাভাইরাসে কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং অসংখ্য সমস্যার জন্ম দিচ্ছে সেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ভিত্তিতে এমন ব্যবহারের অনুমোদন দিয়েছে।এক্ষেত্রে ইরানে ইসলামী বিপ্লবের আলোকোজ্জ্বল দশ প্রভাত উপলক্ষেই টিকা দেওয়া শুরু করা হবে বলে রুহানি জানিয়েছেন।
প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে কেনা করোনা ভ্যাক্সিনের প্রথম চালান বৃহস্পতিবার এসে পৌঁছে গিয়েছে ইরানে। রাশিয়ায় স্পুটনিক-ভি নামের এই ভ্যাক্সিনের কার্যকারিতা প্রমাণিত বলে দাবি ওঠার পর, ইরানের পক্ষ থেকে এই ভ্যাকসিন আমদানি করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। ইরানের মাহান এয়ারলাইন্সের একটি উড়ানে করে স্পুটনিক-ভি ভ্যাক্সিন নিয়ে বৃহস্পতিবার বিকেলে তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরে তা অবতরণ করে। রুশ টিকা ‘স্পুটনিক-ভি’র প্রথম চালান রাশিয়া থেকে ইরানে পাঠানোর ব্যাপারে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছিলেন, বিশ্বের ১৬টি দেশ রাশিয়ার তৈরি এই টিকা স্পুটনিক-ভি-কে অনুমোদন করেছে। সেখানে ইরান ১৬তম দেশ হিসেবে এই ভ্যাক্সিন অনুমোদন করে।
করোনার টিকা কেনার পাশাপাশি যৌথভাবে এই টিকা উৎপাদনের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টিকা তৈরির ক্ষেত্রে ইরান এখন ভালো অবস্থাতেই রয়েছে। এই কারণে দুই দেশের মধ্যে এই সমঝোতা করা হয়েছে যাতে পরবর্তী কালে রুশ টিকা ইরানেই তৈরি করা সম্ভব হয়।
বাংলার বিবেক ডট কম – ৬ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply