রাজশাহী: কষ্টের জয় হতেই হবে, সততার জয় সবসময়। বিবাহিত এই তরুণীর বাড়ি রাজশাহীতে। তার নাম জান্নাতুল ফেরদৌস ইতি ওরফে মিথিলা। রাজশাহীর উপশহর এলাকার বাসিন্দা তিনি। গৃহিনী থেকে একজন সফল উদ্যোক্তা এই তরুণী।
খুব কম সময়ে হাতে তৈরী আটিফিশিয়াল ফুলের গহনা তৈরী করে হয়েছেন সফল উদ্যোক্তা। পেয়েছেন বেশ কিছু উদ্যোক্তা পুরুস্কার। এত কম বয়সে এত তাড়াতাড়ি সফলতা অর্জনের পেছনে রয়েছে শুধু মাত্র তার সততা। মিষ্টি ভাষি এই নারী খুবিই সুন্দর ব্যবহারের মাধ্যমে মন জয় করেন গ্রাহকদের। অনলাইন বিজনেস এর মাধ্যমেই তার এই জনপ্রিয়তা।
তরুণী মিথিলা মুঠো ফোন ও কিছু সেলস্ গ্রুপের মাধ্যমেই অনেক জনপ্রিয় সফল উদ্যোক্তা হয়েছেন। নাম ছড়িয়েছে রাজশাহীর গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে। রাজশাহীর অনেক জনপ্রিয় সেলস্ গ্রুপের সদস্য এই তরুণী। কাজের জন্যই অনেক তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়েছেন মিহিলা নামের এই সুন্দরী তরুণী।
প্রতিটা ফেসবুক গ্রুপে সততা সাথে কাজ করে যাচ্ছেন এই তরুণী। গহনার পাশাপাশি আরও অনেক পন্য সেল করেন তিনি। সততা নিষ্টার সাথে কাজ করে চলেছে বলেই সবার কাছে প্রিয় মুখ এই সুন্দরী তরুণী উদ্যোক্তা মিহিলা। পন্যের গুনগত মান ভাল হওয়ার জন্য সেল এর পরিমানও অনেক বেশি তার। রাজশাহীর বাইরে গহনা সেল করার পাশাপাশি গ্রহকদের দিচ্ছেন হোম ডেলিভারি সেবা।
বাংলার বিবেক ডট কম – ১৯ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply