1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

নেইমারের জন্য ধৈর্য ধরতে বলে দল ঘোষণা ব্রাজিলের

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০ বার
নেইমারের জন্য ধৈর্য ধরতে বলে দল ঘোষণা ব্রাজিলের
নেইমারের জন্য ধৈর্য ধরতে বলে দল ঘোষণা ব্রাজিলের

 খেলাধুলা ডেস্ক: ইনজুরির কারণে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে আছেন নেইমার। তার অনুপস্থিতিতে ধুঁকছে ব্রাজিল। জয়ের ধারাবাহিকতা রাখতে পারছে না দলটি। দলের এমন অবস্থায় সবাই তাকিয়ে আছে নেইমারের ফেরার দিকে। কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নেইমারের জন্য সবাইকে ধরতে বলে অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। নেইমারের ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানি সে (নেইমার) আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা তার অপেক্ষায় আছি। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অক্টোবর, নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কি না, সেটা কোনো ব্যাপার না। তাকে আত্মবিশ্বাসী এবং পুরোপুরি ফিট হতে হবে।’

ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া এবং আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। আক্রমণভাগে অন্যদের মধ্যে আছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনড্রিক।

বিশ্বকাপ বাছাইয়ে ভালো অবস্থানে নেই ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে সেলেসাওরা। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর সকাল ৬টায় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে। সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষে পেরু।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, এডারসন।

রক্ষণভাগ: দানিলো, আবনের, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, ব্রেমার, এডার মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকুয়েতা।

আক্রমণভাগ: রদ্রিগো, এনড্রিক, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme