1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :
শিরোনাম :
পশ্চিমাঞ্চল রেলওয়ের তিন বছরে বন্ধ ২৩ ট্রেন ঈশ্বরদীর এক শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ মাসে আট শিক্ষার্থী নিহত জয়পুরহাটে মানববন্ধন গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে নিজেদের কাশসীমা বন্ধ করল ইরান ‘নাক গলাবেন না’, হুঁশিয়ারি আমেরিকাকে রীতেশ-জেনেলিয়ার বিচ্ছেদ! সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেননি অভিনেত্রী সকালে উঠে একমুঠো ভেজানো সবুজ মুগ খেয়ে দেখুন, ফল মিলবে হাতেনাতে সকালে চায়ের বদলে যদি মেথি ভেজানো জল খান, তাতে জীবনে কী কী বদল আসবে? বিয়ে সবে শেষ হয়েছে, শুরু ইরানের ক্ষেপণাস্ত্র বর্ষণ, পালিয়ে বাঁচলেন বর-বউ গুলিবিদ্ধ গোবিন্দকে দেখতে গিয়ে মেজাজ হারালেন শিল্পা শেট্টি! নয়াদিল্লির হাই কমিশনার, রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি-সহ পাঁচ কূটনীতিককে সরিয়ে দিল বাংলাদেশ সরকার
শিরোনাম :
পশ্চিমাঞ্চল রেলওয়ের তিন বছরে বন্ধ ২৩ ট্রেন ঈশ্বরদীর এক শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ মাসে আট শিক্ষার্থী নিহত জয়পুরহাটে মানববন্ধন গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে নিজেদের কাশসীমা বন্ধ করল ইরান ‘নাক গলাবেন না’, হুঁশিয়ারি আমেরিকাকে রীতেশ-জেনেলিয়ার বিচ্ছেদ! সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেননি অভিনেত্রী সকালে উঠে একমুঠো ভেজানো সবুজ মুগ খেয়ে দেখুন, ফল মিলবে হাতেনাতে সকালে চায়ের বদলে যদি মেথি ভেজানো জল খান, তাতে জীবনে কী কী বদল আসবে? বিয়ে সবে শেষ হয়েছে, শুরু ইরানের ক্ষেপণাস্ত্র বর্ষণ, পালিয়ে বাঁচলেন বর-বউ গুলিবিদ্ধ গোবিন্দকে দেখতে গিয়ে মেজাজ হারালেন শিল্পা শেট্টি! নয়াদিল্লির হাই কমিশনার, রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি-সহ পাঁচ কূটনীতিককে সরিয়ে দিল বাংলাদেশ সরকার

জয়পুরহাটে মানববন্ধন গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ০ বার
জয়পুরহাটে মানববন্ধন গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে
জয়পুরহাটে মানববন্ধন গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর শাখা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ের কর্মকর্তারা গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে আক্কেলপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন গ্রাহকরা। তারা আমানতের টাকা ফেরত ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স কর্মকর্তাদের শাস্তি দাবি জানান।

প্রতারিত ব্যক্তি, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সাল থেকে জয়পুরহাট শহরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের জেলা শাখার কার্যক্রম শুরু হয়। তখন থেকে কর্মকর্তা ও মাঠকর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বীমা পলিসি করতে উদ্বুদ্ধ করতেন। এরপর গত বছরের ডিসেম্বর মাসে আক্কেলপুর পৌর শহরের কলেজ বাজার হাবিবা ম্যানসনের তৃতীয় তলা ভাড়া নিয়ে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের উপজেলা শাখা কার্যালয় খোলা হয়। এখানে আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীরা বসেন।

গ্রাহকরা অভিযোগ করেন, গ্রামে-গ্রামে গিয়ে ভালো লভ্যাংশের লোভ দিয়ে প্রথমে বীমা পলিসি খোলার জন্য প্রলুব্ধ করা হয়। পলিসি খোলার পর তাদের প্রতি লাখে মাসিক তিন হাজার টাকার মুনাফার লোভ দেখিয়ে এককালীন মোটা অংকের আমানত সংগ্রহ শুরু করেন। আমানতের টাকা যে কোনো সময় গ্রাহকরা তুলে পারবেন বলে জানানো হয়। প্রথম দুই-তিন মাস প্রত্যেক আমানতের বিপরীতে মাসিক মুনাফা দিয়েছে। গত মার্চ থেকে গ্রাহকরা মুনাফা পাচ্ছিলেন না।

ইদ্রীস আলী নামে এক ব্যক্তি ৩২ লাখ টাকা আমানত রাখেন। তিনি তিন-চার মাস লভ্যাংশের টাকা পেয়েছেন। এরপর তাকে লভ্যাংশের টাকা ও আমানতের টাকা ফেরত দিচ্ছিলেন না। এ ঘটনায় ইদ্রীস আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেন।

৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম তার কার্যালয়ে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি জেলা ও উপজেলা শাখার কর্মকর্তাদের ডেকে নেন। গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সে এককালীন মাসিক ভিত্তিতে আমানত সংগ্রহের কোনো স্কিম নেই বলে ইউএনওর কাছে কর্মকর্তারা স্বীকার করেন। ওই বৈঠকে আমানতের ৩২ লাখ টাকার মধ্যে ইদ্রীস আলীকে ২৪ লাখ ৯ হাজার টাকা ফেরত দেওয়া হয়। বাকি ৭ লাখ ৯১ হাজার টাকা তিন কিস্তিতে ফেরত দেবে বলে লিখিত অঙ্গিকারনামা দেয়। তবে এখনো ইদ্রীস আলী পুরো টাকা ফেরত পাননি। তখন ইউএনও মনজুরুল আলম লোভের বশবর্তী না হয়ে জেনে শুনে বিনিয়োগের অনুরোধ জানান।

আক্কেলপুর পৌর শহরের শান্তা মহল্লার নাজমা আক্তার বলেন, আমি ১০ লাখ টাকার আমানত রেখেছি। আমাকে প্রতি লাখে তিন হাজার টাকা করে দুই মাস মুনাফা দিয়েছিল। আমানতের টাকা ফেরত দিচ্ছে না।

গোপীনাথপুর নয়াপাড়া গ্রামের চম্পা আখতার সাথী বলেন, আমি লোভে পড়ে ৯ লাখ টাকা আমানত রেখেছি। মুনাফা ও আমানতের টাকা ফেরত পাচ্ছি না।

তিলকপুর গিলাকুড়ি আফরোজা আখতার রানী বলেন, ব্যাংক ও পোস্ট অফিসের চেয়ে তিনগুণ লভ্যাংশের পাওয়ার আশায় ২৪ লাখ টাকা আমানত রাখি। দুই লাখ টাকা লভ্যাংশ দিয়েছে। চার মাস ধরে লভ্যাংশ ও আমানতের টাকাও ফেরত পাচ্ছি না।

ইদ্রীস আলী বলেন, ৩২ লাখ টাকা আমানত রেখেছিলাম। পরে তারা টাকা ফেরত দিচ্ছিল না। ইউএনওর কাছে শরণাপন্ন হয়ে ২৪ লাখ ৯ হাজার টাকা ফেরত পেয়েছি। এখনো পুরো টাকা ফেরত পাইনি।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টায় গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের শাখা কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ পাওয়া গেছে। তবে শাখা ব্যবস্থাপক পরিচয়দানকারী তাজমা খাতুন বলেন, আমরা আমানত সংগ্রহ করিনি। আমরা বীমা পলিসি খুলেছি। মেয়াদের আগে টাকা দেওয়ার নিয়ম নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme