অনলাইন ডেস্ক : মেক্সিকোতে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। স্থানীয় সময় রোববার সকালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
এমিলিয়ানো জাপাতা শহরের একটি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে উড্ডয়ন করা লেয়ারজেট ৪৫ এয়ারক্রাফটটি দুর্ঘটনায় পড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নিহতদের নাম-পরিচয় জানানো হয়নি। ঘটনাটির তদন্ত করার ঘোষণা দিয়েছে মেক্সিকোর সেনাবাহিনী।
দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে আরোহী কতজন ছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে দুর্ঘটনার কারণ বা এ সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply