অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের তিনটি শহরের পৃথক তিনটি জেলখানায় ভয়াবহ দাঙ্গা-সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬২ জন নিহত হয়েছে বলে গতকাল মঙ্গলবার দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ কথা জানানো হয়। ইকুয়েডর কর্তৃপক্ষ বলছে, প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর সদস্যেরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গায়াকিল, কেনসা ও লাটাকুঙ্গা শহরের জেলখানায় গত সোমবার রাতে সশস্ত্র সংঘর্ষে জড়ান। এতে বন্দুকের গুলি ও ছুরিকাঘাতে অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।
ইকুয়েডরের কারাকর্তৃপক্ষের পরিচালক এডমুন্ডো মনকায়ো বলেন, জেলখানার ভেতরে অপরাধমূলক আধিপত্য ধরে রাখতে দুটি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছে। এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু ঘটেছে।
দেশটির প্রেসিডেন্ট লেনিন মরেনো এই সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলেও টুইটবার্তায় জানিয়েছেন তিনি। কারাগারে সংঘর্ষের ঘটনা ইকুয়েডরে প্রায়ই ঘটে থাকে। গত ডিসেম্বরে লাটাকুঙ্গার জেলখানায় সংঘর্ষে পাঁচ বন্দি নিহত হয়।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply