রাজশাহী : রাজশাহীতে জাতীয় দৈনিক আমাদের কন্ঠেের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৪ বর্ষে পদার্পণ উপলক্ষে “সোনার বাংলা বিনির্মাণের অগ্রগতি ও অগ্রযাত্রায় রাজশাহী” শীর্ষক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (১ মার্চ) সকাল সাড়ে ১১টায় রুয়েট ক্যাফেটেরিয়ায় এ আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
আমাদের কন্ঠের ব্যুরো প্রধান সানোয়ার রহমান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শাহিনুর রহমান সোনা ও আতিকা আফসানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বিশিষ্ট রাজনীতিক ও সাবেক কাউন্সিলর একেএম জামান জুয়েল, দৈনিক খোলা কাগজ সটাফ রিপোর্টার ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, আরইউজে একাংশের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, মানবাধিকার সংগঠন আইএইচসিআরএফ এর রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট, বিএমএসএফ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।
এ সময় দৈনিক সময়ের কাগজ রাজশাহী স্থানীয় সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, রাসিক সংরক্ষিত ৯ নং ওয়ার্ড কাউন্সিলর লাইলি বেগম, দৈনিক আমাদের নতুন সময়ের এসএম বিশাল, আইএইচসিআরএফ সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানী, বাংলাদেশের আলোর ব্যুরো প্রধান ফারুক আহমেদ, স্বদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান আল আমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান হক গ্রুপের সরকারি মিডিয়া তালিকাভুক্ত ও অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়িত মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে আবদ্ধ পাঠকের অকুণ্ঠ ভালোবাসায় জাতীয় পত্রিকা “দৈনিক আমাদের কন্ঠ” এর ১৩ তম বর্ষপূর্তি ও ১৪ তম বর্ষে পদার্পন করেছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply