টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বড় ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে টগবগে গরম দুধে পড়ে আহত এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রুদ্রনীল ঘোষ (৫)।
চার দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) থেকে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি মারা যায়।
রুদ্রনীল ঘোষ মধুপুর পৌর শহরের ঘোষ পল্লীর প্রকাশ ঘোষের ছেলে।
গত শনিবার বড় ভাই ইন্দ্রনীলের (৭) সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ দই তৈরির গরম দুধে পড়ে আহত হয় রুদ্রনীল ঘোষ।
শিশুটির চাচা হারাধন ঘোষ জানান, দগ্ধ শিশু রুদ্রনীল ঘোষকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় করা হয়। ৫২ শতাংশ দগ্ধ শরীরে রুদ্র ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যায় থাকাবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply