অনলাইন ডেস্ক : অমিতাভ বচ্চন তাঁর খাবার চুরি করতেন? বলিউড শাহেনশার বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাও আবার এক ঝাঁক সাংবাদিকদের সামনে। কী জানিয়েছেন তিনি? বলিউডের এক জনপ্রিয় সংবাদমাধ্যম সম্প্রতি নেট মাধ্যমে শেয়ার করেছে একটি ক্লিপিং। সেখানেই দীপিকা পাশে বসা অমিতাভকে দেখিয়ে সাংবাদিকদের বলেন, “উনি আমার খাবার চুরি করেন!” সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সেই ভিডিও।
সত্যি, এমন কাণ্ড ঘটিয়েছেন বিগ বি? জানতে সাংবাদিকেরা চেপে ধরেন অমিতাভকে। পাল্টা জবাবে তিনিও ফাঁস করেন আরেক কাণ্ড, “আপনি, আমি দিনে ৩ বার খাই। দীপিকা খান ৩ মিনিট অন্তর! তার থেকেও বড় রহস্য, এত খাবার যায় কোথায়?” অমিতের কৌতূহল। সারা দিন ধরে এত বার খেয়েও কী করে এত ছিপছিপে দীপিকা! সবার সামনে জানতে চান তিনি।
সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে বাবা-মেয়ের চরিত্রে এমনই খুনসুটিতে মাততে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোনকে। বলিউড সূত্রের খবর, সেই ছবির প্রচারে এসেই তারা প্রকাশ্য খুনসুটিতে জমিয়ে দিয়েছিলেন সাংবাদিক বৈঠক। সেদিনের বৈঠকের ছোট্ট ঝলক মন ভাল করে দিয়েছে দুই তারকার অনুরাগীদের।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply