1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

বাঘায় মায়ের অভিযোগে সন্তান কারাগারে

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২৩৪ বার
ফাইল ফটো

রাজশাহী : রাজশাহীর বাঘায় মানিক উদ্দিন(৩৫) নামের এক পাষন্ড সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তার গর্ভধারিনী মা। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে শুক্রবার (৫ ফেব্রুয়ারী) কারাগারে প্রেরন করা হয়েছে।

সে উপজেলার চকবাউসা গ্রামের মৃত: মোমিন উদ্দিনের ছেলে ।

যানা যায়, গত ১৫ বছর পূর্বে মানিকের পিতা মারা যায়। পিতার মৃত্যুর কয়েকবছর পর থেকেই পিতার রেখে যাওয়া ২ একর .৭৩ শতাংশ জমি মানিক ভোগ দখল করতে থাকেন। পরবর্তিতে সমস্ত জমি নিজের নামে লিখে নিতে মানিক তার মা এবং বোনদের চাপ দেন। কিন্তু দির্ঘদিন হয়ে গেলেও তার মা ও বোন জমি লিখে না দেয়ায় মানিক নির্যাতনের পথ বেছে নেয়। সর্বশেষ বৃহষ্পতিবার সকালে মানিক তার মাকে মারপিট করে আহত করেন। সন্তানের মানষিক অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে অবশেষে ছেলের বিরুদ্ধে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন মানিকের মা হাওয়া বেগম। অভিযোগটি ভরণ-পোষন আইনে রেকর্ড করে বৃহষ্পতিবার সন্ধায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানায়, মাকে নির্যাতনের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
তিনি আরও জানান, ভরন পোষন আইনে এই থানায় এটিই প্রথম মামলা ।

বাংলার বিবেক /এম এস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme