রাজশাহী : রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সম্রাট হোসেন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর উপকন্ঠ কাটাখালী থানাধিন হরিয়ান ও হাজরাপুকুর এলাকার মাঝামাঝি স্থানে রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত সম্রাট হোসেন কাটাখালী পৌরসভার বাখরাবাজ মোল্লাপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল।
তিনি জানান, সকালে রাজশাহী থেকে একটি মেইল ট্রেন ঈশ্বরদী যাচ্ছিল। সেই ট্রেনের নিচে কাটা পড়ে সম্রাট নিহত হন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে এটি দুর্ঘটনা না আত্মহত্যা সেটি স্পষ্ট করে বলতে পারছেন না স্থানীয়রা। তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply