বান্দরবান : বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির তাণ্ডবে হাজেরা বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত হাজেরা বেগম একই এলাকার নুরু মিয়ার স্ত্রী। তিনি আজিজনগরের একটি স্কুলে পরিচারিকার কাজ করতেন।
আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন কোম্পানী জানান, হাজেরা বাড়ি থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর তিনি বন্যহাতির পালের কবলে পড়েন।
এ সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন হাজেরা। তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ৭ মার্চ আব্দুল খালেক (৪৮) নামে এক শ্রমিক হাতির আক্রমণে নিহত হন।
Leave a Reply