ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের টেঁটাযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের নাম হায়েস মিয়া। তিনি টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। ১৩ মার্চ, শনিবার সকালে উপজেলার নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
জানা গেছে, নিমবাড়ি গ্রামের সাক্কু ও মোস্তফা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত পাঁচ বছর আগে নিহত হায়েসের ভাই ফায়েজ মিয়াও হত্যাকাণ্ডের শিকার হন। সেই ঘটনায় করা মামলার জেরে উভয় পক্ষ আজ সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় টেঁটবিদ্ধ হয়ে হায়েস মিয়া মারা যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply