বিনোদন ডেস্ক : ওম রাউত পরিচালিত সইফ আলি খান, প্রভাস এবং সানি সিং অভিনীত ‘আদিপুরুষ’ ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে সীতার ভূমিকায় অভিনয় করবেন কৃতী স্যানন। রামের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস।অভিনেত্রী কৃতি,শুক্রবার সকালে তাঁর সোশ্যাল সাইটে জানিয়েছেন ,এই চলচ্চিত্র টিমের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে তিনি গর্বিত । সহ-তারকাদের সাথে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “একটি নতুন যাত্রা শুরু হলো .. আদিপুরুষ।
প্রভাসের পরণে কমলা কুর্তা,সানির পরনে গোল্ডেন কুর্তা আর কৃতি সাদা ও গোলাপি ফ্লোরাল ড্রেস পরে আছেন। অন্যদিকে, প্রভাসও অভ্যর্থনা জানিয়েছেন কৃতি ও সানিকে।
গত মাসে সানি এই ছবির জন্য শুটিং শুরু করেছিলেন।সেই সময় শুটিং এর প্রথম দিন,পরিচালক তাঁকে একটি ফুলের তোড়া ও চিঠি পাঠান। সেই চিঠিতে লেখা ছিল, “প্রিয় সানি,এখানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের শুটিং এর প্রথম দিন। ঈশ্বর করুন এরকম যাত্রা বারবার হোক।
‘Dear Sunny, Thank you again to be there…First day of our new journey together. God willing many more such. Luv, Om. ওম রাউত বলেছেন , সীতার চরিত্রের জন্যে এমন একজনকে দরকার ছিল যাঁর অসাধারণ স্ক্রিন প্রেসেন্স এর সাথে অভিনয় দক্ষতাও খুব ভালো হতে হবে। তাই কৃতির প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে।
অন্যদিকে,’পেয়ার কে পঞ্চনামা’ থেকে জনপ্রিয় অভিনেতা সানি সিং এই ছবিতে লক্ষণ এর ভূমিকায় অভিনয় করবেন। আর প্রভাস অভিনয় করবেন রামের ভূমিকায়। সইফ আলি খান অভিনয় করবেন রাবনের চরিত্রে। যদিও এই চরিত্রের সিনেমাটিক নাম,লঙ্কেশ। ২০২২ এ এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এই ছবির জন্য প্রভাস মারাত্ত্বক শারীরিক ট্রেনিং ও যদি ফিটনেসের ট্রেনিং নিয়েছিলেন। যদিও তীর ধনুক চালানো তিনি শিখেছিলেন বাহুবলি ছবির দরুন। এই ছবির আগেই গত বছর প্রভাস তাঁর ছবি ‘রাধে শ্যাম’-এর শুটিং শেষ করেছিলেন।রাধা কৃষ্ণ কুমারের পরিচালনায়,এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেজ।
বাংলার বিবেক /এইচ
Leave a Reply