অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
থানায় মামলা না নেওয়ায় নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে ভিকটিমের পরিবার।
নিহতের মা ফাতেমা বেগম জানান, ২০২০ সালের ৯ ডিসেম্বর তার মেয়ে আবিদা সুলতানা প্রিয়াঙ্কার সঙ্গে মধ্য একলাসপুরের আবদুল মালেকের ছেলে ইয়াসিন আরাফাত রুবেলের বিয়ে হয়। বিয়ের সময় তিনি বিয়ের খরচ বাবদ রুবেলকে ১ লাখ টাকা ধার দেন। কিন্তু বিয়ের ৩ মাস পরই রুবেলের মা বিবি ফাতেমা যৌতুক বাবদ আরও ৩ লাখ টাকা দাবি করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে পরে আরও ৮০ হাজার টাকা দেওয়া হয়। এতে প্রিয়াঙ্কার স্বামী, শাশুড়ি ও ননদ-দেবরের লোভ আরও বেড়ে যায়। তারা প্রিয়াঙ্কার মাধ্যমে আরও ৩ লাখ টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা দিতে না পারায় ২৬ ফেব্রুয়ারি রুবেল, বিবি ফাতেমা ও রাসেল ভিকটিমকে পিটিয়ে রক্তাক্ত করে।
কিছুক্ষণ পর রুবেল ফোনে শাশুড়ি ফাতেমাকে জানায়, প্রিয়াঙ্কা অসুস্থ এবং হাসপাতালে রয়েছে।
হাসপাতালে গিয়ে প্রিয়াঙ্কার লাশ দেখতে পান তারা।
বাংলার বিবেক /এইচ
Leave a Reply