গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেনের নিচে দুই শিশু কাটা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মৃতদেহ দুটি উদ্ধার করে।
কোনাবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মালেক খসরু খান জানান, ‘নিহতদের পরিচয় পাওয়া যায় নি। তাদের কাছে লাটিম রয়েছে। ধারণা করা হচ্ছে শিশু দুজন ওই রেল লাইনের পাশে খেলতে এসে এ দুর্ঘটনায় পড়েছে। নিহতের দুজনের পড়নেই জিন্সের প্যান্ট এবং একজনের শরীরে কমলা গেঞ্জি রয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।’
বাংলার বিবেক /এম এস
Leave a Reply