1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :
শিরোনাম :
রোজ ২ কিলোমিটার জোরে হাঁটলে শরীরে কী কী হতে পারে জানেন? ‘পাকিস্তানিদের চোখে ভারতীয় সেনা জঙ্গিগোষ্ঠী’, সীতার চরিত্রে অভিনয়ের মাঝেই বিপাকে সাই কোন অসুখ থাকলে রোজ সকালে ভেজানো কাঠবাদাম খাবেন, কোন অসুখে খাবেন না, জানালেন পুষ্টিবিদ ঋতুস্রাবের পরেই শরীরে আয়রন কমে যায়?রোজ কী কী খাবেন, জানুন পুষ্টিবিদের কাছ থেকে ২২ কোটি কিমি দূরে মহাকাশের গভীর থেকে পৃথিবীতে সঙ্কেত! কে পাঠিয়েছিল বার্তা? ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে : প্রিন্স শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি ফারুকের শুধু ছাত্ররাই আপনাদের ক্ষমতায় আনেনি : অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর যমুনা নদীতে গোসলে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ বেনাপোল সীমান্তে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
শিরোনাম :
রোজ ২ কিলোমিটার জোরে হাঁটলে শরীরে কী কী হতে পারে জানেন? ‘পাকিস্তানিদের চোখে ভারতীয় সেনা জঙ্গিগোষ্ঠী’, সীতার চরিত্রে অভিনয়ের মাঝেই বিপাকে সাই কোন অসুখ থাকলে রোজ সকালে ভেজানো কাঠবাদাম খাবেন, কোন অসুখে খাবেন না, জানালেন পুষ্টিবিদ ঋতুস্রাবের পরেই শরীরে আয়রন কমে যায়?রোজ কী কী খাবেন, জানুন পুষ্টিবিদের কাছ থেকে ২২ কোটি কিমি দূরে মহাকাশের গভীর থেকে পৃথিবীতে সঙ্কেত! কে পাঠিয়েছিল বার্তা? ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে : প্রিন্স শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি ফারুকের শুধু ছাত্ররাই আপনাদের ক্ষমতায় আনেনি : অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর যমুনা নদীতে গোসলে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ বেনাপোল সীমান্তে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

চরমে ভোজ্যতেলের দাম!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১৮১ বার

অনলাইন ডেস্ক :  আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম যখন বাড়তি, তখন দেশে শুরু হয়েছিল তেল নিয়ে তেলেসমাতি। কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে মতো বাড়িয়েছিলেন ভোজ্য তেলের দাম। তখন হস্তক্ষেপ করেছিল সরকার। বেঁধে দেওয়া হয়েছিল দাম। তারপরও বোতলজাত তেলের বোতল কেটে খুচরা বিক্রি করে অনেকে হাঁকছিলেন বেশি দাম। খুচরা বিক্রেতাদের কর্মকা-ের পর্দা ফাঁস হয়ে গেলে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে আসে হুঁশিয়ারি। কঠোর হতে দেখা যায় প্রশাসনকে। এরপর সরকারের বেঁধে দেওয়া দামে আগের তুলনায় কিছুটা বাড়তি হলেও দিনদিন ঊর্ধ্বগতির হাত থেকে নিস্তার পাই জনগণ। এতে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচেন তারা। তবে আন্তর্জাতিক বাজার বিবেচনায় ফের ভোজ্যতেলের দাম বাড়াতে হতাশ ক্রেতারা। গতকাল এ তেলে সর্বোচ্চ মূল্য ফের নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে লুজ সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ১১৫ টাকা ছিল এবং বোতলের সয়াবিন তেল লিটারপ্রতি সর্বোচ্চ দাম ১৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৩৫ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্যে অস্থিতিশীলতা থাকায় আন্তর্জাতিক বাজার অনুযায়ী স্থানীয় মূল্য সমন্বয়ের লক্ষ্যে জাতীয় কমিটি দেশের পরিশোধনকারী মিল ও ভোক্তাদের স্বার্থ বিবেচনায় সভা করেছে। জানা গেছে, দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা প্রায় ২০ লাখ মেট্রিক টন, যার প্রায় সবই আন্তর্জাতিক বাজার থেকে আমদানির মাধ্যমে পূরণ করা হয়। বিগত জুলাই মাস থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের বাজার মূল্যে ঊর্ধ্বমূখী প্রবণতা দেখা যায়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেলের এফওবি মূল্য ১ হাজার ২৭৫ মার্কিন ডলার এবং অপরিশোধিত পাম তেলের এফওবি মূল্য ১ হাজার ৩৭ মার্কিন ডলার। এসব অপরিশোধিত তেল পরিবহন ব্যয় বিগত কয়েক মাসে ৮০ থেকে ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পরিশোধিত সয়াবিন তেল বোতলজাত করতে বোতলের কাঁচামাল রেজিনের মূল্য বিগত কয়েক মাসে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে এসব অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য ও এ সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় সমন্বয়পূর্বক যৌক্তিক মূল্য নির্ধারণে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় মূল্য পর্যবেক্ষণ ও নির্ধারণ কমিটি কাজ করছে।

গতকাল সোমবার অত্যাবশ্যকীয় পণ্য বিপণন পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ অনুযায়ী গঠিত জাতীয় কমিটিতে ভোজ্যতেলের মূল্য ও সরবরাহ বিষয়ে আলোচনা হয়। সেখানে বিস্তারিত নিরীক্ষার পর অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্যতেলের মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১ লিটার লুজ সয়াবিন মিলগেটে ১১৩ টাকা, ডিলারের কাছে ১১৫ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১১৭ টাকা নির্ধারণ করা হয়। ১ লিটার বোতলজাত সয়াবিনের দাম মিলগেটে ১২৭ টাকা, ডিলারের কাছে ১৩১ টাকা, সর্বোচ্চ মূল্য ১৩৯ টাকা নির্ধারিত হয়। ৫ লিটারের বোতলজাত তেলের দাম মিলগেটে ৬২০ টাকা, ডিলারের কাছে ৬৪০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ৬৬০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও ১ লিটারের পামতেল লুজ (সুপার) তেলের দাম মিলগেটে ১০৪ টাকা, ডিলারের কাছে ১০৬ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১০৯ টাকা নির্ধারিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ে বলছে, রমজানকে সামনে রেখে ভোজ্যতেল যৌক্তিক মূল্যে যেন বাজারে সরবরাহ নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় এনে বাজারে টিসিবি’র মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধির বিষয়েও কাজ করা হচ্ছে। অপরিশোধিত সয়াবিন ও পামতেল আমদানিতে আরোপিত ভ্যাট ভোক্তার স্বার্থ বিবেচনায় রেখে যৌক্তিক হার নির্ধারণের জন্য ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানানো হয়েছে।

বাংলার বিবেক /এম এস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme