1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

বাগমারায় পুকুর থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ২৪৭ বার

রাজশাহী: পুকুর সংস্কারের সময় রাজশাহীর বাগমারায় একটি পুরাতন ৩ ফুট লম্বা ৬০ কেজি ওজনের একটি বিষ্ণুমুর্তি পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় উপজেলার গণিপুর ইউনিয়নের বুজরুককোলা গ্রামে বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডি) একটি পুকুর পুনঃখনন প্রকল্পের আওতায় ভেকু মেশিন দিয়ে মাটি সরিয়ে নেওয়ার সময় ওই বিষ্ণমূর্তির সন্ধান মেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএমডিএ’র অধীনে উপজেলায় পতিত হয়ে পড়া বিভিন্ন সরকারি পুকুর খনন কাজ চলছে। এরই ধারাবাহিকতায় ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার নয়ন নামে এক ঠিকাদার বজরুককোলা গ্রামে পুকুর খনন সংস্কারের দায়িত্ব নেয়। এক সপ্তাহ ধরে ভেকু মেশিন দিয়ে ওই পুকুরের খনন কাজ চলছিল। গতjকাল মঙ্গলবার দিনভর ভেকু মেশিন দিয়ে পুকুরের মাটি কাটার শেষ সময়ে রাত ৮টার দিকে মাটির বদলে উঠে আসে বিশাল আকৃতির বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন। এ নিয়ে ওই এলাকায় হইচই পড়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রাত ১০টার দিকে গিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নেয়।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। এটি তিন ফুট লম্বা ও ৬০ কেজি ওজন এটি প্রতœতত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

বাংলার বিবেক /এম এস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme