রাজশাহী: রাজশাহীর তানোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থলে পৌঁছেছে। বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিমানযোগে তদন্ত কমিটির সদস্য অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন হারুনর রশীদ ও অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম এম আসাদুজ্জামান ঢাকা থেকে রাজশাহী পৌঁছান।
সেখানে গিয়ে তারা শাহ মখদুম বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষণার্থী নাহিদ ও প্রশিক্ষক মাহফুজের সাথে কথা বলেন। পরে বিমান দুর্ঘটনাস্থল তানোরের লালপুর যায় তদন্তকারী দল।
মঙ্গলবার (১৬ মার্চ) বেলা আড়াইটায় প্রশিক্ষণকালে সমস্যা দেখা দিলে মাঠে জরুরি অবতরণ করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এ সময় বিমানটি গতির কারণের উঁচু নিচু জায়গা দিয়ে চলতে গিয়ে উল্টে যায়।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply