রাজশাহী : রাজশাহীতে ট্রেনের নিচে কাটা পড়ে হারান আলী (৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পবা উপজেলার হরিয়ান মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারান ওই এলাকার মৃত রূপবান আলীর ছেলে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন জানান, দুপুরে হারান আলী রেললাইন পার হয়ে বাড়ির বিপরীত পাশে পুকুরে গোসল করতে যাচ্ছিলেন। ওই সময় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ নিয়ে থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply