কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে মো. মোস্তফা (২৯) নামে এক যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে তাড়াইল-করিমগঞ্জ সড়কের তাড়াইল উপজেলার করাতি গ্রামের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, মোস্তফা ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। রাতে কে বা কারা তাকে হত্যা করে লাশ করাতি গ্রামের সড়কের পাশে ফেলে রাখে। তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।
হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে ওসি জানান।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply