রাজশাহী : ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
এর অংশ হিসেবে আজ রবিবার (২১ মার্চ) বেলা ১১টায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক চত্বরে ফের করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
করোনা মোকাবিলায় রাজশাহী জেলা পুলিশের মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধণী অনুষ্ঠানে পুলিশ সুপার, এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন। এ সময় ডিআইজি আব্দুল বাতেন বলেন, দেশব্যাপী করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় বাংলাদেশ পুলিশের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আমরা মূলত জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। অনেকেই রাস্তায় চলাচল করছে মাস্ক ছাড়া, তাদের মাঝে মাস্ক বিতরণ করা হবে। পরে তিনি সাধারণ মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণসহ অনেককেই মাস্ক পরিধান করিয়ে দেই।
মাস্ক বিতরণ কর্মসূচিতে পুলিশ সুপার বলেন,‘মানুষ’কে মাস্ক পরার অভ্যাস করতে হবে। আপনারা জানেন অনেকেই টিকা নিয়েছে। এরপরেও আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। আমরা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্যারের নির্দেশে জনসচেতনাতার পাশাপাশি মাস্ক বিতরণ করছি।
এ সময় পথচারী মেহেদী হাসান পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষের মাঝে এখন মাস্ক পরার অভ্যাস অনেকটা কমে গেছে। পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে পূণরায় করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা হলেও কমবে।’
অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মো. ইমরান জাকারিয়া এর সঞ্চালনায় উপস্থিত অন্যান্য পুলিশ কর্মকর্তারা বলেন, করোনা মোকাবিলায় পুলিশ জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঝুঁকি নিয়ে কাজ করেছে। এর আগে পুলিশ সদস্যরা মরদেহ সৎকার করেছেন। খাবার বিতরণ করেছেন। এ পর্যন্ত পুলিশের ৮৭ জন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ২০ হাজারের অধিক সদস্য। দ্বিতীয় ধাপেও পুলিশ সদস্যরা মাস্ক পরতে ও হ্যান্ড-স্যানিটাইজার ব্যবহারে সচেতনতা তৈরি করবেন তারা।
মাস্ক বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মাহামুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ মতিউর রহমান সিদ্দিকি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর রেজাউল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন,ব্যবসায়ী উসমান আলী, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্যে,বৃহস্পতিবার (১৮ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, আগামী ২১ মার্চ থেকে ‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করবে পুলিশ। তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠপর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply