অনলাইন ডেস্ক : ক্রিকেটার নাসির হোসেন নিজের বিয়ে নিয়ে বিতর্ক প্রসঙ্গে বলেছেন, ‘আমি যা-ই করেছি লিগ্যালি করেছি। হয়তো সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব। এটুকুই শুধু বলি- আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব। আর কী বলব আমি… দেখুন, আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি। ২-৩ জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতটাই অশিক্ষিত- একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে।’
রবিবার (২১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ব্যক্তিগত জীবনের এসব বিষয় খেলায় প্রভাব ফেলে কি-না, প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে আসলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং-বোলিং করার সময় এসব চিন্তা থাকে না।’
গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে অনেকটা ধুমধাম করে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মি। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তামিমার আগের বিয়ে নিয়ে বিতর্ক, যা মামলা পর্যন্ত গড়িয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply