ময়মনসিংহ : ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ ব্রহ্মপুত্র ব্রীজের টোল প্লাজা এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মোটরসাইকেল চালক রনি মিয়া অক্ষত রয়েছেন।
পুলিশ জানায়, ময়মনসিংহ সদরের চর পুলিয়ামারি এলাকার নিজ বাড়ি থেকে মা রুবিনা মেয়েসহ স্বামী রনি মিয়ার সাথে মোটরসাইকেলে করে ময়মনসিংহ শহরে আসার পথে ব্রহ্মপুত্র ব্রীজের টোল প্লাজা এলাকায় একটি ট্রাক চলন্ত মোটর সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। মা ও মেয়ে মোটরসাইকেল থেকে নীচে পরে গেলে ট্রাকটি চাপা দেয়। এতে মা রুবিনা (২৪) ঘটনাস্থলেই মারা যায় ও মেয়ে নীলাকে (২) হাসপাতালে নেয়ার পথে মারা যায়। দুর্ঘটনার পরেই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply