অনলাইন ডেস্ক : নিজ বাসা থেকে চোর আটক করলেন থাইল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা। জানা গেছে, পুলিশ কর্মকর্তার বাসায় চুরি করতে ঢুকেছিলেন ওই তরুণ। কিন্তু চুরি না করে একপর্যায়ে ঘুমিয়ে পড়েন।
পরে সকালে ঘুম থেকে উঠে পুলিশ কর্মকর্তা নিজেই ওই তরুণকে ঘুম থেকে ডেকে তোলেন।
রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সী সন্দেহভাজন ওই তরুণ স্থানীয় ফেচাবুন এলাকায় চুরির মতলবে ঘুরছিলেন।
রাত ২টার দিকে এক পুলিশ অফিসারের বাসায় প্রবেশ করেন। বাড়ি ভেতরে গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন।
খবরে বলা হয়, যে ঘরে ওই তরুণ ঘুমিয়েছিলেন, সেটি পুলিশ অফিসারের মেয়ের। ওই সময় তার মেয়ে ঘরে ছিল না। সকালে উঠে তার মেয়ের ঘরের এসি চালু দেখে অবাক হন ওই অফিসার।
এর পর ঘরে প্রবেশ করে লেপ তুলতেই ধরা পড়ে চোর। ঘুম থেকে জোরে ডেকে তুলতেই কিছুক্ষণের জন্য স্তম্ভিত হন ওই তরুণ। এর পর তার হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যান পুলিশের ওই অফিসার।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply