গাজীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে গলায় প্যান্টের বেল্ট বাঁধা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, পার্কের চার নম্বর গেইট এলাকায় যুবকের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। তবে ওই যুবককে পার্কের বাইরে কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply