অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির অ্যারোসিটি মলের বাইরে এক ব্যক্তিকে মারধরের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। অনেকের দাবি, যাকে মারধর করা হচ্ছে, তিনি বলিউড অভিনেতা অজয় দেবগণ।
তবে অজয়কে মারধরের ঘটনাকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন অভিনেতার টিম।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, গভীর রাতে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার পর এক ব্যক্তিকে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন।
জিনিউজ জানিয়েছে, মারধরের ওই ভিডিওর ক্যাপশনে অনেকেই দাবি করেছেন, যিনি মার খাচ্ছেন, তিনি বলিউড অভিনেতা অজয় দেবগণ। দেশটিতে নতুন পাশ করা কৃষি আইনকে সমর্থন করার কারণেই তাকে প্রতিবাদী কৃষকদের হাতে মার খেতে হচ্ছে।
আবার কেউ দাবি করেছেন, অজয় দেবগণ মাতাল অবস্থায় ছিলেন। গাড়ি পার্কিং নিয়ে বাকবিতণ্ডার কারণে তাকে মারধর করা হয়েছে। তবে ভিডিওটিতে অজয় দেবগণকে স্পষ্ট বোঝা যাচ্ছে না।
তবে পুলিশ বলছে, সংঘর্ষের ভিডিওটি দিল্লির অ্যারোসিটি মলের ক্যামেরায় ধারণ করা। অ্যারোসিটিতে একটি গাড়ি অন্যটিকে সামান্য স্পর্শ করায় দুই গ্রুপের মধ্যে ঝগড়া হয়েছিল। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে অজয়ের টিম একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, অভিনেতাকে দিল্লির অ্যারোসিটি মলের বাইরে মারধরের অভিযোগগুলো ভিত্তিহীন ও অসত্য। কারণ তিনি ১৪ মাসে রাজধানীতে সফর করেননি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply