সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর মা মাহফুজা (৩০) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মাহফুজ (৮) ও মোহনা (৬)।
মাহফুজা ওই গ্রামের ট্রাকচালক শিমুল হোসেনর স্ত্রী।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। মৃতদেহগুলো এখনও ঘরের মধ্যে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিআইডি সদস্যরা আসার পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনায় আরও বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply