শুক্রবার (০২ এপ্রিল) বিকাল ৩টার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকার বৃষ্টি নামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। বর্তমানে দুই নারীসহ ওই যুবক চন্দ্রিমা থানা পুলিশ হেফাজতে রয়েছে।
আটককৃত যুবক মো. মাহাদী ইমতিয়াজ ইমন। তিনি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র সাবেক সচিব আজিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।
এদিকে থানার ভেতরে পুলিশের উপস্থিতিতেই হৃদয় নামের এক যুবক আটককৃতদের ছাড়িয়ে নিতে আল্টিমেটাম দিয়েছে বলে জানা গেছে।
আটকের বিষয়টি স্বীকার করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুম মুনির বলেন, অসামাজিক কার্যকলাপ চলছে এমন তথ্যের ভিত্তিতে পদ্মা আবাসিক এলাকায় অভিযান চালায় এসআই ফারুক ও সঙ্গীয় ফোর্স। এ সময় দুই নারীসহ ইমনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা হবে বলেও জানান ওসি।
Leave a Reply