অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোববার সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ক্রিকেটাররা।
নিউজিল্যান্ড সফরে থেকে শূন্য হাতে ফিরল টাইগাররা। বলতে গেলে দুঃস্বপ্নের সফর কাটিয়ে আসল বাংলাদেশ দল।
যেখানে প্রাপ্তি তো কিছুই নেই। উল্টো ক্যাচ মিস, বাজে ফিল্ডিং ও ব্যাটিং ব্যর্থতার ভুরিভুরি উদাহরণ দেখিয়ে এসেছে দল।
জোড়া হোয়াইওয়াশের রেকর্ডও গড়ে এসেছে তামিম-মাহমুদউল্লাহ বাহিনী।
দেশে ফিরে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই টাইগারদের। এ মাসেই শ্রীলংকা সফরে যেতে হবে তাদের। আগামী ২১ এপ্রিল ক্যান্ডিতে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply