নারায়ণগঞ্জ : শীতলক্ষ্যায় প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ সাবিদ আল হাসানকে উদ্ধার করা হয়েছে। এতে আরও ১৩ জনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুর ১২টা নাগাদ লঞ্চটিকে পানি থেকে টেনে তুলে উদ্ধারকারী জাহাজ। ফায়ার সার্ভিস ও বিআইডাব্লিউটিএ-এর কর্মকর্তারা জানান, ভেতরে কয়েকটি লাশ রয়েছে।
বিআইডাব্লিউটিএ’র মহাপরিচালক কমোডর সাদেক দুপুরে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজের ভেতরে অনেকগুলো লাশ দেখা গেছে।
রোববার সন্ধ্যা থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শীতলক্ষ্যা নদীর পাড়ে স্বজনদের ভিড় বাড়তে থাকে। তাদের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।
এদিকে লঞ্চডুবির ঘটনায় জেলা প্রশাসন থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সব ধরনের সহযোগিতার জন্য ০১৭০৮৪৪২২৫৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
রোববার সন্ধ্যায় শীতলক্ষা নদীর সৈয়দপুর এলাকায় প্রায় ৭০ জন যাত্রী নিয়ে সাবিদ আল হাসান নামের যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। ঘটনার পরে ২০-৩০ সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৪০ জন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকালে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে যাত্রা করে সাবিত আল হাসান। কিছুদূর যাবার পরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। সৈয়দপুর এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাইলিং কাছে একটি কার্গো জাহাজ তাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। লঞ্চ থেকে সাঁতরে কেউ কেউ উঠতে পারলেও অনেকেই লঞ্চের সাথেই তলিয়ে যায়।
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, কিছুক্ষণ আগে জাহাজটি টেনে তোলা হয়েছে। উদ্ধারকাজ চলছে। পরে বিস্তারিত বলতে পারব।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply