1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

তিনটি কাজই সবচেযে বড় মিথ্যাচার

  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১১০ বার
তিনটি কাজই সবচেযে বড় মিথ্যাচার
ফাইল ফটো

ধর্ম ডেস্ক: সবচেয়ে বড় মিথ্যাসমূহের অন্যতম হলো, কোনো ব্যক্তি কর্তৃক এমন কাউকে বাবা বলে দাবি করা যিনি তার বাবা নয়, অথবা আপন চোখ দিয়ে (স্বপ্নে) এমন কিছু দেখার দাবি করা যা সে দেখতে পায়নি। অথবা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর এমন কথা বলার দাবি করা যা তিনি বলেননি। এসবই সবচেয়ে বড় মিথ্যাচার। হাদিসে পাকে এসেছে-

হজরত ওয়াছেলা ইবনুল আছকা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

إن من أعظم الفِرَى أن يَدَّعِيَ الرجلُ إلى غير أبيه، أو يُرِي عَيْنَهُ ما لم تَرَ، أو يقول على رسول الله صلى الله عليه وسلم ما لم يَقْلْ

‘নিশ্চয়ই সবচেয়ে বড় মিথ্যাসমূহের অন্যতম হলো-

১. কোনো ব্যক্তি কর্তৃক এমন কাউকে বাবা বলে দাবি করা; যিনি তার বাবা নন। অথবা

২. নিজ চোখ দিয়ে (স্বপ্নে) এমন কিছু দেখার দাবি করা; যা সে দেখতে পায়নি। অথবা

৩. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর এমন কথা বলার দাবি করা; যা তিনি বলেননি।’ (বুখারি)

এগুলো মহান আল্লাহর ওপর সবচেয়ে কঠোর মিথ্যাচার। কোনো ব্যক্তি নিজে তার আসল বাবাকে বাদ দিয়ে অপর কাউকে বাবা হওয়ার দাবি করলো বা অন্য কেউ তাকে অপরের সন্তান বললো আর সে উক্ত কথা স্বীকার করে নিল। এটি একটি বড় ধরনের মিথ্যাচার।

আল্লাহর কাছে নিকৃষ্ট ও কঠোর মিথ্যাচারের আরেকটি হলো, কোনো ব্যক্তি কর্তৃক স্বপ্নে এমন কিছু দেখার দাবি করা যা সে মোটেও দেখেনি।

আল্লাহর কাছে নিকৃষ্ট ও কঠোর মিথ্যাচারের আরেকটি হলো, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এমন কোনো কথা, কাজ ও সমর্থনকে সম্পর্কযুক্ত করা; যা তাঁর থেকে পাওয়া যায়নি।

আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার সবাইকে উল্লেখিত মিথ্যাচার থেকে হেফাজত করুন। আমিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme