অনলাইন ডেস্ক : ২০১৮ সালে ‘জিরো’র পর বহুদিনের বিরতি। অবশেষে শাহরুখ খান ‘পাঠান’ ছবির হাত ধরে পর্দায় ফিরছেন। কিং খান খ্যাত এই নায়ক বর্তমানে দুবাইতে ছবির শুটিং করছেন। সেখানেই ছবির প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে স্ট্যান্ট করতে দেখা গেল বলিউড বাদশাকে। খবর জিনিউজের।
শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই উঠে এসেছে কিং খানের স্ট্যান্ট। দেখা যাচ্ছে, একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে একটি উঁচু জায়গা থেকে গোটা শরীর বাতাসে ভাসিয়ে দিলেন কিং খান। তবে ঝাঁপ দেওয়ার পরক্ষণেই রেলিংয়ে ভর করে ফের উপরে উঠে আসতেও দেখা যায় তাকে।
ভিডিওটি দেখলেই বেশ বোঝা যায়, একটু ভুল হলেই ঘটে যেতে পারত ভয়ানক কোনও বিপদ। যা দেখলে যে কেউ শিউরে উঠবেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ”Charlie’s here to bless your feed with some swag”। তবে ভিডিওটিতে কতটুকু ভিএফএক্স এর কাজ করা হয়েছে তা জানা যায়নি।
বাংলার বিবেক ডট কম – ৩০ জানুয়ারি, ২০২১
Leave a Reply