1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

সিরাজগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা, আহত ৮

  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৯ বার
সিরাজগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা, আহত ৮
সিরাজগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা, আহত ৮

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জে বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় আয়োজকদের ৭/৮ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় অন্তত ৮০টি চেয়ার, কি-বোর্ড, প্যাড ও হারমোনিয়াম।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাজার স্টেশনে আব্দুর রউফ পাতা মুক্তমঞ্চে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ বাউল শিল্পীগোষ্ঠীর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে আলোচনা সভা শেষে রাত ৮টা ২০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এর কয়েক মিনিট পর একদল মুসল্লি এসে হামলা চালায়। এ সময় চেয়ার ভাঙচুর করে এবং শিল্পীদের মারপিট করে।

সিরাজগঞ্জ বাউল শিল্পীগোষ্ঠীর সভাপতি সঞ্জীব কুমার সরকার বলেন, হামলায় সাউন্ড অপারেটর সুমন, বাউল শিল্পী হারুনসহ ৭/৮ জন আহত হয়েছেন। এ ছাড়াও ৮০টি চেয়ার, হারমোনিয়াম, কি-বোর্ড ও প্যাড ভাঙচুর করা হয়েছে। বেশ কয়েকটি মাইক্রোফোনও নিয়ে গেছে হামলাকারীরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, নামাজের সময় উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল। এ কারণে আশপাশের মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে হামলা চালিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme