1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশের ৯টি স্বর্ণ পদক অর্জন

  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪৯ বার
আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশের ৯টি স্বর্ণ পদক অর্জন
আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশের ৯টি স্বর্ণ পদক অর্জন

আব্দুল্লাহ্ খালিদ: ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে গত ২৯, ৩০ জুলাই ২০২৩ অনুষ্ঠিত হয় ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ। বাংলাদেশ কারাতে ফেডারেশর এর সাধারন সম্পাদক জনাব ক্য শৈ হ্লা’র নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের সমন্বয় করে বাংলাদেশ কারাতে ফেডারেশনের মাধ্যমে ৩১ সদস্যের একটি টিম চ্যাম্পিয়ানশীপে অংশ নেয়। চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশ ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১০টি তাম্রসহ ২৫টি পদক অর্জন করে। উপস্থিত ছিলেন মো: ইকবাল হোসেন খোকন সহ-সভাপতি বাংলাদেশ কারাতে ফেডারেশন।

ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে হানশি প্রেমজিৎ সেনের অধীনে সবচেয়ে বড় কারাতে ইভেন্ট ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ জমকালো অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়।

অল ইন্ডিয়া সেশিনকাই শিতো-রিউ কারাতে-দো ফেডারেশনের আয়োজনে এই ইভেন্টে প্রায় ৬০০০ খেলোয়াড় অংশ নেয়। যেখানে বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল, ভুটান, ইরান, সৌদি আরব এবং স্বাগতিক ভারতের খেলোয়াড়রা অংশ নেয়।  টুর্নামেন্টের প্রথম দিন ক্যাডেট, জুনিয়র, সিনিয়র এবং মাস্টার ক্যাটাগরি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সাব-জুনিয়র ক্যাটাগরি ৫ বছর থেকে ১৩ বছর বয়সী খেলোয়াড়রা অংশ নেয়। উক্ত চ্যাম্পিয়নশিপের পুরো অনুষ্ঠানটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইভ সম্প্রচার করা হয়। চ্যাম্পিয়ানশীপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অরূপ রায় মাননীয় সমবায় মন্ত্রী (পশ্চিমবঙ্গ সরকার), শ্রী স্বপন ব্যানার্জী সভাপতি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, মি: ঝা লিউ  চীনের সম্মানিত কনসাল জেনারেল, মাইক্রোসফট শীমতি মানসি রায় চৌধুরী কো-চেয়ারপার্সন টেকনো ইন্ডিয়া গ্রুপ, আলাসিরি মোহাম্মদ আয়েদ এম অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী (যুব), সেনসাই কোইচি শিমুরা  ৮ম ড্যান জাপান কারাতে ফেডারেশন, জেকেএফ ওয়াদোকাই টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, সেনসেই ইয়োশিউকি তানি ৭ম ড্যান ব্ল্যাক বেল্ট জাপান কারাতে ফেডারেশন, জনাব আলী মেসফর আল জাহরানি সৌদি অলিম্পিকে সৌদি আরব কোচ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আরব কোচ, শিহান দাতুক পি. আরিভালাগান ভাইস প্রেসিডেন্ট মালয়েশিয়ান কারাতে ফেডারেশন, ক্য শৈ হ্লা  সাধারণ সম্পাদক বাংলাদেশ কারাতে ফেডারেশন,হানশি ভারত শর্মা পরামর্শদাতা কারাতে ইন্ডিয়া সংস্থা এবং এশিয়ান কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য,পবন কুমার পাটোদিয়া চেয়ারম্যান ও প্রধান মালিক কলকাতা থান্ডারবোল্ট, হানশি জয়দেব মন্ডল সাধারণ সম্পাদক কারাতে দো এ্যাসোসিয়েশন অব বেঙ্গল (কেএবি), কিয়োশি মুতুম বঙ্কিম সিং কোষাধ্যক্ষ কারাতে ইন্ডিয়া সংস্থা, শ্রী তিনকারি দত্ত পরিচালক সিটি ক্যাবল সল্টলেক, কলকাতা, ড. সুজয় বিশ্বাস ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্সের সভাপতি প্রমুখ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ক্য শৈ হ্লা এবং সহ-সভাপতি মো: ইকবাল হোসেন খোকনকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। আরও পড়ুন Baji Live

বাংলাদেশ থেকে রেফারি দায়িত্ব পালন করেন, সেনসাই এস ইসলাম শুভ, সিহান রতন তালুকদার, সেনসাই মো: সাজ্জাদ হোসেন, সেনসাই মো: বকুল হোসেন, সেনসাই জহুরুল ইসলাম আলী,শফিকুল ইসলাম, তীর্থ তালুকদার। অফিসিয়াল দায়িত্বে ছিলেন মো: আফজাল হোসেন ও মো: সোলাইমান। বাংলাদেশ টিমের সার্বিক দায়িত্বে ছিলেন ক্য শৈ হ্লা সাধারন সম্পাদক বাংলাদেশ কারাতে ফেডারেশন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme