1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

কাজ থেকে দূরে সরে যাওয়া নিয়ে কী বললেন সামান্থা

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৩ বার
কাজ থেকে দূরে সরে যাওয়া নিয়ে কী বললেন সামান্থা
কাজ থেকে দূরে সরে যাওয়া নিয়ে কী বললেন সামান্থা

তামান্না হাবিব নিশু : মায়োসাইটিস (রোগ) সঙ্গে লড়াই করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অটো ইমিউন রোগ ধরা পড়র পর কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। ফেমিনা ইন্ডিয়ার সঙ্গে সম্প্রতি এক নতুন সাক্ষাত্‍কারে সামান্থা জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন, তাই কাজ থেকে কয়েক দিন বিরতি নিয়েছিলেন।

কী বললেন সামান্থা: সামান্থা সাক্ষাত্‍কারে জানিয়েছেন, মায়োসাইটিস থেকে পুনরুদ্ধারের জন্য কাজ থেকে বিরতি নেওয়া ছিল তাঁর জীবনের ‘কঠিন সিদ্ধান্ত’। পরে অবশ্য অভিনেত্রী জানিয়েছেন, এটা সেরা সিদ্ধান্ত ছিল। অভিনেত্রীর কথায়, ‘আমি আমার আত্ম-ঘৃণা এবং সত্যিই কম আত্মবিশ্বাসের যে জায়গা পেয়েছি, কিন্তু আমি সবসময় একজন ব্যক্তি হিসাবে বেড়ে উঠতে চেষ্টা করেছি। যত বিস্তার করেছি আমার নিরাপত্তাহীনতা এবং আত্ম-ঘৃণা সম্পর্কে গভীর উপলব্ধি হয়েছিল। আমি সেগুলি মেনে নিতে সক্ষম- বাইরে থেকে ঠিক করার চেষ্টা নয় বরং ভেতরের ট্রমা ঠিক করার মাধ্যমে যেকোনও বাহ্যিক দ্রুত সমাধানের চেয়ে বেশি নিরাময় প্রয়োজন।

অভিনেত্রী আরও যোগ করেছেন, এই ধরনের বিপত্তি তাঁকে আরও শক্তিশালী করে তুলেছে। অভিনেত্রীর কথায়, ‘লোকেরা ভাবতে পারে যে সাফল্য আপনার সজ্ঞা, তবে এটার ব্যর্থতা এবং ক্ষতি থেকেও অনেক কিছু শেখার। আপনাকে নিজের সেরা সংস্করণের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই পরিস্থিতি এবং ক্ষতি আমাকে এমন একজন ব্যক্তি করে তুলেছে যার জন্য আমি সত্যিই গর্বিত’।

রোগের লক্ষণ: প্রথম প্রথম দেহের বিভিন্ন অঙ্গে শুরু হয় ব্যথা। হাত, পা, ঘাড়ের পেশিতে যন্ত্রণা হয়। তবে যে কোনও পেশিতেই বাসা বাঁধতে পারে এই রোগ। পেশি এতই দুর্বল হয়ে যায় যে, রোগী মাঝেমধ্যেই পড়ে যেতে পারেন। একটানা দাঁড়িয়ে থাকলে কিংবা দীর্ঘ ক্ষণ বসে থাকলে ক্লান্ত লাগে শরীর। যদি খাদ্যনালির পেশি কিংবা ডায়াফ্রাম পেশিতে এই সমস্যা হয়, তবে খাবার খেতে বা শ্বাস নিতেও সমস্যা হতে পারে। ঠিক মতো চিকিত্‍সা না হলে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা থেকে মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না, মত চিকিত্‍সকের।

মূলত ইমিউনো সাপ্রেসিভ ও স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে চিকিত্‍সা হয় এই রোগের। তবে রোগের প্রকারভেদ রয়েছে। রোগের প্রকৃতি এবং রোগী চিকিত্‍সায় কতটা সাড়া দিচ্ছেন, তার উপর নির্ভর করছে অনেক কিছুই। কখনও কখনও সারা জীবনও ওষুধ খেতে হতে পারে রোগীকে।

সামন্থা রুথ প্রভু সম্পর্কে ভক্তদের মনে ঝড় তোলার জন্য নামটাই যথেষ্ট অভিনেত্রীর। একের পর হিট ছবিতে তাঁর কাজ মুগ্ধ করেছে দর্শককে। ২০১৭ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য। সেই বিয়ে ভাঙে মাত্র চার বছরের মাথায়। সামান্থার কেরিয়ার যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই তোলপাড় সামান্থার ব্যক্তিগত জীবন।

নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই মায়োসাইটিস রোগে আক্রান্ত হন অভিনেত্রী। এটি এমন একটি রোগ, যেখানে আক্রান্তের পেশি ভঙ্গুর হতে শুরু করে। সেই সময় অসহ্য কষ্ট করেন অভিনেত্রী। তবে ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme