অনলাইন ডেস্ক : দেশের চলচ্চিত্র শিল্প যখন নানা সংকটে ধুঁকছে তখন এগিয়ে এসেছে শাপলা মিডিয়া। শুধু এগিয়ে আসেনি, এবার চমক জাগানিয়া ঘোষণা দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধান সেলিম খান।
একসঙ্গে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন তিনি।
মঙ্গলবার গণমাধ্যমকে সেলিম খান বলেন, ‘আমরা ১০০টি সিনেমা নির্মাণ করার বিশাল একটি পরিকল্পনা হাতে নিয়েছি। তবে সবগুলো সিনেমার কাজ একসঙ্গে শুরু হবে না। বছরজুড়েই চলবে এ পরিকল্পনা। বৈচিত্রময় গল্পে ভিন্ন ভিন্ন পরিচালক ও শিল্পীদের সমাহার ঘটাতে চাই আমরা।পরিকল্পনাটি ঢালিউডকে বদলে দিতে যাচ্ছে বলে বিশ্বাস আমার। সিনেমার অভাবে হল মালিকরা যে লোকসানের মুখে পড়েছেন তার থেকেও পরিত্রাণ পাবেন তারা।’
চলতি মাসের ২২ তারিখ থেকে নতুন করে ১০টি সিনেমার শুটিং শুরু হবে বলে জানান সেলিম খান।
এই মুহূর্তে শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ‘কমান্ডো’, ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু সিনেমা।
এছাড়া দীর্ঘ ১১ মাস পর শাপলা মিডিয়া প্রযোজিত ‘নীল চোখ’ নামের সিনেমা দিয়ে রুপালী পর্দায় ফিরছেন চিত্রনায়িকা বুবলী। এতে আরও অভিনয় করছেন নিরব ও রোশান।
বাংলার বিবেক ডট কম – ১৬ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply