আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমার থেকে ভারতের মণিপুরে ৯০০ কুকি জঙ্গি ঢুকে মেইতেই গ্রামে হামলা চালাতে পারে বলে সম্প্রতি দাবি করা হয়েছিল। সরকারের তরফ থেকে আসা সেই দাবি ঘিরে তোলপাড় শুরু হয়। তবে এবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনার আশঙ্কা অত্যন্ত ক্ষীণ। পাশাপাশি জনসাধারণকে এই নিয়ে আর চিন্তা করতেও নিষেধ করা হয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অভয় প্রদানের পর এই বিষয়ে মুখ খোলেন মণিপুরের ডিজিপি রাজীব সিং। তিনিও জানান, এই ধরনের কোনো হামলার আশঙ্কার তথ্য-প্রমাণ হাতে আসেনি তাঁদের। এর আগে স্থানীয় সময় গত বুধবার রাতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং দাবি করেছিলেন, মেইতেই গ্রামগুলোতে নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত কুকি জঙ্গিরা মায়ানমার থেকে ভারতে ঢুকবে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে। পরে ২৮ সেপ্টেম্বর নাগাদ তারা মেইতেই গ্রামগুলোতে হামলা চালাবে।
কিন্তু কুকি সংগঠনগুলো জানিয়েছিল, কুলদীপ সিংয়ের দাবির কোনো ভিত্তি নেই। কুকিদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানোর জন্যই সরকারের তরফ থেকে এই ধরনের ভুয়া খবর ছড়ানো হচ্ছে।
Leave a Reply