অনলাইন ডেস্ক : একটি যুব টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। যে সফরকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে তারা।
৯ ব্যাটসম্যান, ২ উইকেটরক্ষক, ৪ স্পিনার এবং ৫ জন পেসার নিয়ে সাজানো হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
দলের হেড কোচ ইজাজ আহমেদ জানান, বাংলাদেশ সফরকে গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজে আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তার আগে বাংলাদেশের এই সফরটি বড় ভূমিকা রাখবে।
আগামী ১২ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তানের দলটি। এর আগে জৈব সুরক্ষা বলয়ে থেকে লাহোরে তারা করবে ১০ দিনের অনুশীলন ক্যাম্প। ঢাকায় আসার চার দিন আগে তারা নেবে কোভিড-১৯ টিকা।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল
আব্বাস আলি, আবদুল ফাসিহ, আবদুল ওয়াহিদ, ফাহাদ মুনির, মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ শেহজাদ, কাশিম আকরাম, রিজওয়ান মেহমুদ, হাসিবুল্লাহ, রেজা উল মোস্তাফা, আলিয়ান মেহমুদ, আলি আসফান্দ, আরহাম নওয়াব, ফয়সাল আকরাম, আহমেদ খান, আসিম আলি, মুনিব ওয়াসিফ, তাহির হোসেন, জিশান জামির।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply