ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধানক্ষেতে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার সীমান্তবর্তী গালাহার নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নির্যাতন করে ওই নারীকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।
জানা যায়, স্থানীয় এলাকাবাসী ওই নারীর মরদেহ গালাহার নামক স্থানে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ লাশটি দেখে সিআইডির ফরেনসিক বিভাগকে অভহিত করে।
তবে এখনও ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার এসআই শাওন চক্রবর্তী জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply