অনলাইন ডেস্ক : মুদ্রার রেকর্ড পরিমাণ দরপতন হওয়ার জেরে চীনের কাছ থেকে পাঁচশ মিলিয়ন ডলার ঋণ নিয়েছে শ্রীলঙ্কা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার চীনের কাছ থেকে ঋণ নিয়েছে শ্রীলঙ্কা।
বেইজিংয়ে অবস্থিত শ্রীলঙ্কার দূতাবাস থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কার মহামারি কবলিত অর্থনীতি চাঙা করতে চায়না ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর সঙ্গে চুক্তি হয়েছে। শ্রীলঙ্কাকে পাঁচশ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীনের ওই ব্যাঙ্ক। তিন সপ্তাহের কম সময়ের মধ্যে চীন থেকে দ্বিতীয় দফায় শ্রীলঙ্কাকে ঋণ দেওয়ার ঘটনা এটি।
এর আগে গত মাসে পিপলস ব্যাঙ্ক অব চায়না ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয়। এদিকে শ্রীলঙ্কার মুদ্রা মার্কিন ডলারে রেকর্ড দরপতন ঘটে। এক মার্কিন ডলার সমান রেকর্ড ২০২.৭৩ শ্রীলঙ্কান রুপি হয়ে দাঁড়িয়েছে। ফলে, শ্রীলঙ্কার বৈদেশিক রিজার্ভ ৪.০৫ বিলিয়ন মার্কিন ডলার কমে গেছে গত মার্চের শেষে। এক যুগের মধ্যে শ্রীলঙ্কার এটি সবনিম্ন বৈদেশিক রিজার্ভ।
এমনকি গত বছরের তুলনায় শ্রীলঙ্কার অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ৩.৯ শতাংশ। বিপাকে পড়ে চীনের কাছ থেকে ঋণ নিচ্ছে দেশটি।
সূত্র: এএফপি
বাংলার বিবেক /এম এস
Leave a Reply